বউবাজারের মন্ডল পরিবারঃ- অন্নপূর্ণাপর্ব
অন্নপূর্ণাপর্ব-
গতকাল থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পুজোর রীতিনীতি নিয়ে পর্বালোচনা। আজকে একটু নবীন পুজোর কথাই আলোচনা করবো আমরা দ্বিতীয় পর্বে। গতকালকের পর্ব কেমন লাগল আপনাদের?? আর কোন কোন বাড়ির রীতিনীতির কথা আপনারা জানতে চান?? আমাদের জানান ই-মেলের মাধ্যমে। আমরা চেষ্টা করবো সেই বাড়ির রীতিনীতি ও কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমরা বউবাজারের মন্ডল পরিবারের অন্নপূর্ণা পুজোর কথাই আলোচনা করবো, চলুন দেখা যাক সেই পুজোর সাথে কী কী রীতিনীত রয়েছে। লিখলেন শুভদীপ।
বউবাজারের মন্ডল পরিবারঃ- অন্নপূর্ণাপর্ব
এই বাড়ির পুজো শুরু হয়েছিল স্বপ্নাদিষ্ট হয়ে, স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্ডল পরিবারের শ্রীমতী প্রতিমা রানি মন্ডল মহাশয়া। প্রতিমাদেবী স্বপ্নে দেখেন মায়ের পুজো শুরু হয়েছে তার গৃহে, সেই থেকেই পুজোর সূত্রপাত ঘটে বউবাজারের মন্ডল পরিবারে। এবছর মন্ডল পরিবারের অন্নপূর্ণা পূজার বয়স ২৬বছর, একটু নবীন হলেও নিষ্ঠাসহকারে পুজো করে আসছেন মন্ডল পরিবারের বর্তমান বংশধরগণ।
অন্নপূর্ণা পুজোর আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের সপ্তমীতিথিতে দেবীর ঘট স্থাপন হয় ও অধিবাস পর্ব হয়। পরের দিন মায়ের বিশেষ পূজাপাঠ থাকে নিয়ম নিষ্ঠা মেনেই। সকালে দেবীকে চালের নৈবেদ্যভোগ নিবেদন করা হয়, সঙ্গে থাকে নানান রকমের ফল, নাড়ু, নারকেলছাপা ইত্যাদি। দুপুরে দেবীকে লুচি, ৮রকমের ভাজা, পোলাও, নানান তরকারি, পায়েস, চাটনি ও পান ইত্যাদি নিবেদন করা হয়।
মন্ডল পরিবারের অন্নপূর্ণা পুজোতে কুমারিপুজোর আয়োজনও করা হয় সঙ্গে ১০৮দীপ ও ১০৮পদ্মও নিবেদন করা হয়। এই পুজোয় হোমের সময় দেবীর উদ্দেশ্যে ১০৮টি বিল্বপত্র, চৌষট্টি যোগিনীর উদ্দেশ্যে ৬৪টি বিল্বপত্র, অষ্টসখীর উদ্দেশ্যে ৮টি বিল্বপত্র এবং মহাদেবের উদ্দ্যেশ্যে ২৮টি বিল্বপত্র প্রদান করা হয়। পুজোর সমাপ্তি ঘটলে পরিবারের সদস্যরা মহাদেবকে ভিক্ষাপ্রদান করেন। সন্ধ্যাবেলায় আরতির সময় দেবীকে লুচিভোগ দেওয়া হয় সঙ্গে থাকে নানান রকমের মিষ্টান্ন ও রাবড়ি।
পুজোর পরের দিন শুক্লপক্ষের নবমীতিথিতে সকালে দেবীর বিসর্জনের পুজোয় চিঁড়ে, মুড়কি, দই সঙ্গে ছানার পোলাও, মিহিদানা, ৮টি ডাবের জল আর সঙ্গে থাকে চালের নৈবেদ্যভোগ। এই দিন রামনবমীর পুজো হয় মন্ডল পরিবারে এবং পরিবারের কুলদেবতা শ্রীধঁর শালগ্রামশিলারও বিশেষ পূজাপাঠ হয়। এই ভাবে পুজো পেয়ে আসছেন মা অন্নপূর্ণা মন্ডল পরিবারে। পুজোর সূচনা কিছুবছর আগে হলেও আন্তরিকতায় এবং নিষ্ঠায় কোন অভাব লক্ষ্য করা যায় না। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে মন্ডল পরিবারের সকল সদস্যদের জানাই আগাম পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন।
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী শাশ্বত মন্ডল
তথ্য লিপিবদ্ধেঃ- শুভদীপ রায় চৌধুরী
Comments
Post a Comment