ঐতিহ্যের ভোলানাথ ঘোষ বাড়িরঅন্নপূর্ণাপুজোঃ- মানিকতলা, কলকাতা


ঐতিহ্যের অন্নপূর্ণাপর্বঃ
 আজ অন্নপূর্ণাপুজোর আলোচনা সপ্তমপর্বে এসে উপস্থিত প্রকাশিত হল মানিকতলার ঘোষ বাড়ির পুজোর রীতিনীতি, লিখলেন শুভদীপ বনেদীয়ানা পরিবারের পর্বগুলি কেমন লাগছে আপনাদের? -মেলের মাধ্যমে জানান আমাদের চলুন দেখা যাক মানিকতলার  ঘোষবাড়ির পুজোর ইতিহাস

ঐতিহ্যের ভোলানাথ ঘোষ বাড়িরঅন্নপূর্ণাপুজোঃ- মানিকতলা, কলকাতা
মানিকতলার ঘোষ বাড়ির বাসভবন প্রায় ২৫০বছরের পুরানো, বহুঐতিহ্যের সাক্ষী অতীতে এই বাটীতে সাড়ম্বরে দুর্গোৎসব পালিত হত স্বর্গীয় ঈশ্বরচন্দ্র ঘোষ মহাশয় এই বাটীর পূর্বপুরুষ, যার নামাঙ্কিত রাস্তা আজও রয়েছে হাতিবাগান অঞ্চলের গোয়াবাগানে এই বাড়িটি পূর্বপুরুষ স্বর্গীয় কার্তিকচন্দ্র ঘোষ মহাশয়ের ভদ্রাসন ১১৫বছর আগে এই বাটীতে সাড়ম্বরে দুর্গাপুজো অনুষ্ঠিত হত তারপর পরিবারের অন্যতম সদস্যা স্বর্গীয়া প্রেমলতা দেবীর বড় ইচ্ছা তাঁর বাটীতে মা অন্নপূর্ণার পুজো হোক, কিন্তু কোন এক কারণে সেই সময় দেবীর পুজো শুরু করা সম্ভব হয়ে ওঠেনি

 প্রেমলতা দেবীর মৃত্যুর পর তাঁরই ইচ্ছার কথা মাথায় রেখে ঘোষ বাড়ির সদস্যরা শ্রীশ্রী মা অন্নপূর্ণার পুজো শুরু করেন পরিবারের কুলপুরোহিত শ্রী স্বর্গীয় হরমোহন বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে যেহেতু এই বাটীতেই অতীতে মা দুর্গার পুজো হত তাই অন্নপূর্ণাকে মা দুর্গার রূপেই পুজো করতে হবে সেই আদেশানুসারে ঘোষ বাড়ির মা অন্নপূর্ণা সিংহাসনের ওপর নন, সিংহের ওপর অধিষ্ঠান করেন যা সাধারণত অন্নপূর্ণা বিগ্রহে দেখা যায় না
 পরবর্তীকালে এক ঘটনার সম্মুখীন হয় ঘোষ পরিবারের সদস্যরা কিছুবছর এই ভাবে দেবীর মৃন্ময়ীরূপ তৈরি করার পর তাঁর আদেশানুসারে একটি পাথরের মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু কোন না কোন কারণে সেই মূর্তি তিনি প্রতিষ্ঠা করতে না পারায় তখন তিনি মায়ের সেই প্রস্তর মূর্তি ঘোষ বাড়ির বর্তমান সদস্যদের হাতে সমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেন তখন কুলপুরোহিত শ্রী হরমোহন বন্দ্যোপাধ্যায়ের আদেশানুসারে সেই মূর্তি ঘোষ বাড়িতে প্রতিষ্ঠিত হয় ঘোষ বাড়িতে দেবীর ষোড়শোপচারে পুজো করা হয় পুজোর আগের দিন দেবীর অধিবাস আমন্ত্রণপুজো হয়ে থাকে অন্নপূর্ণা পুজোর দিন সকাল থেকেই পুজো শুরু হয় ঘোষ বাড়ির পুজোয় ১০৮দীপ,১০৮পদ্ম নিবেদন করার প্রথাও রয়েছে এছাড়া নৈবেদ্য, নানান রকমের মিষ্টান্ন সহযোগে মায়ের পুজো হয়ে থাকে

 ঘোষ বাড়ির মা অন্নপূর্ণার বিগ্রহের বিসর্জন হয় না, সেই বিগ্রহে নিত্যপূজা হয়ে থাকে, শুধুমাত্র পুজোর পরের দিন দেবীঘটই বিসর্জন করা হয় পরিবারের গৃহদেবতা শ্রীশ্রীদামোদর জীউ' নিত্য সেবাপুজো হয়ে থাকে ঘোষ বাড়িতে অন্নপূর্ণা পুজোর দিন মা অন্নপূর্ণাকে রাজবেশে সাজানো হয়, সকাল থেকেই চলে চণ্ডীপাঠ পুজোর পর বাড়ির সকল মহিলা সদস্যারা মহাদেবকে ভিক্ষাপ্রদান করেন পরের দিন রামনবমী উপলক্ষে রামনবমীর বিশেষ পুজোও অনুষ্ঠিত হয় এইভাবে আজও পুজো হয়ে আসছে ঘোষ বাটীর মা অন্নপূর্ণা, নিষ্ঠা আন্তরিকতার মধ্যদিয়ে বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে ঘোষ বাড়ির সকল সদস্যদের জানাই আগাম শুভেচ্ছা অভিনন্দন
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী অরিজিৎ ঘোষ মহাশয়
তথ্য লিপিবদ্ধেঃ- শুভদীপ রায় চৌধুরী



Comments

Popular posts from this blog

ঐতিহ্যের দত্ত চৌধুরী পরিবারঃ- আন্দুল, হাওড়া

ঈশ্বরকোটি শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের ১৬০তম জন্মবর্ষ উৎসব

শান্তিপুরের গ্রামীণ বাগদেবী মন্দিরঃ- বাগআঁচড়া