ঐতিহ্যের তিন রথযাত্রাঃ আভিজাত্য আজও অটুট

ঐতিহ্যপূর্ণ রথযাত্রাঃ বঙ্গদেশে বহু প্রাচীন প্রথানুযায়ী আজও বেশকিছু উৎসব পালিত হয় । বাংলার সংস্কৃতি , বাংলার স্থাপত্য এবং ঐতিহ্য সত্যই অনন্য । বহু প্রাচীন স্থাপত্য রয়েছে বঙ্গে যা আজ প্রায় ধ্বংসের মুখে , আমরা বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে লকডাউন মিটলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে চেষ্টা করবো সেই সমস্ত স্থানে গিয়ে সংরক্ষণের জন্য আবেদন করার । বনেদীয়ানা ইতিহাস সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী , আপনারাও এগিয়ে আসুন বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে । আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য সেই সমস্ত ইতিহাসকে বাঁচিয়ে রাখা । সকলকে আবারও অনুরোধ আপনারা বাড়িতে থাকুন , প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না । সকলে সুস্থ থাকুন আর ভালো থাকুন । প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগীতা করুন এই অনুরোধ রইল । আজ আমরা বাংলার প্রাচীন উৎসবগুলির মধ্যে রথযাত্রা উৎসব নিয়ে আলোচনা করবো । বঙ্গে বহু প্রাচীনকাল থেকে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে , বিভিন্ন প্রাচীন মন্দিরে আজও নিষ্ঠার সাথে পা...