ঐতিহ্যের চন্দ্র বাটীর অন্নপূর্ণাপুজোঃ- হুগলী

ঐতিহ্যের অন্নপূর্ণাপর্বঃ বিগত বেশকিছু দিন ধরে বনেদীয়ানা পরিবার অন্নপূর্ণাপুজো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে চলেছে । এবার এই পর্বালোচনার অষ্টমদিন , আজ প্রকাশিত হল হুগলী জেলার চন্দ্রবাড়ির অন্নপূর্ণা পুজোর ইতিহাস , লিখলেন শুভদীপ । চলুন দেখা যাক সেই বাড়ির পুজোর রীতিনীতি । ঐতিহ্যের চন্দ্র বাটীর অন্নপূর্ণাপুজোঃ - হুগলী হুগলির তারকেশ্বরের চন্দ্র বাড়ির অন্নপূর্ণা পুজো । এই পুজোর প্রথম প্রচলিত হয় ১৯৬৬ সালে , তারপর থেকেই এই পুজো সাড়ম্বরে পালিত হয়ে আসছে । এই পুজোর প্রতিষ্ঠাতা শঁরৎ চন্দ্র । চন্দ্রদের আদি বাড়ি উত্তর কলিকাতার আহিরিটোলায় । ওখানেও আনুমানিক ২০০ বছর ধরে অন্নপূর্ণা পুজো পালিত হয়ে আসছে । ১৯৫০ সাল থেকে শরৎ চন্দ্রের পরিবার তারকেশ্বরে বসবাস শুরু করেন কিন্তু অন্নপূর্ণা পুজো কলিকাতার বাড়িতেই হতো । শঁরৎ চন্দ্রের স্ত্রী সঁখী সোনা চন্দ্র মাঝে মাঝে তারকেশ্বরের বাড়িতেই নূপুরের ধ্বনি শুনতে পেতেন তখন তিনিই তাঁর স্বামীকে কথাটি জানান আর সেই বছর থেকেই শরৎ চন্দ্র তাঁর বসতগৃহে ...