Posts

Showing posts from February, 2020

ঐতিহ্যের চন্দ্র বাটীর অন্নপূর্ণাপুজোঃ- হুগলী

Image
ঐতিহ্যের অন্নপূর্ণাপর্বঃ   বিগত বেশকিছু দিন ধরে বনেদীয়ানা পরিবার অন্নপূর্ণাপুজো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে চলেছে । এবার এই পর্বালোচনার অষ্টমদিন , আজ প্রকাশিত হল হুগলী জেলার চন্দ্রবাড়ির অন্নপূর্ণা পুজোর ইতিহাস , লিখলেন শুভদীপ । চলুন দেখা যাক সেই বাড়ির পুজোর রীতিনীতি । ঐতিহ্যের চন্দ্র বাটীর অন্নপূর্ণাপুজোঃ - হুগলী হুগলির তারকেশ্বরের চন্দ্র বাড়ির অন্নপূর্ণা পুজো । এই পুজোর প্রথম প্রচলিত হয় ১৯৬৬ সালে , তারপর থেকেই এই পুজো সাড়ম্বরে পালিত হয়ে আসছে । এই পুজোর প্রতিষ্ঠাতা শঁরৎ চন্দ্র । চন্দ্রদের আদি বাড়ি উত্তর কলিকাতার আহিরিটোলায় । ওখানেও আনুমানিক ২০০ বছর ধরে অন্নপূর্ণা পুজো পালিত হয়ে আসছে । ১৯৫০ সাল থেকে শরৎ চন্দ্রের পরিবার তারকেশ্বরে বসবাস শুরু করেন কিন্তু অন্নপূর্ণা পুজো কলিকাতার বাড়িতেই হতো । শঁরৎ চন্দ্রের স্ত্রী সঁখী সোনা চন্দ্র মাঝে মাঝে তারকেশ্বরের বাড়িতেই নূপুরের ধ্বনি শুনতে পেতেন তখন তিনিই তাঁর স্বামীকে কথাটি জানান আর সেই বছর থেকেই শরৎ চন্দ্র তাঁর বসতগৃহে ...

কদমতলার চট্টোপাধ্যায় বাড়িঃ- হাওড়া

Image
অন্নপূর্ণাপর্বঃ   বিগত সাতটি পর্বে আমরা মা অন্নপূর্ণার পুজো উপলক্ষে বিশেষ বিশেষ বাড়ির রীতিনীতির কথা উল্লেখ করেছি , আজ অন্নপূর্ণার অষ্টমপর্ব । কেমন লাগছে আমাদের পর্বালোচনা ?? আর কোন কোন বাড়ির অন্নপূর্ণা পুজোর কথা জানতে চান আপনারা ??? জানান আমাদের এখুনি । আজ আলোচনায় হাওড়ার কদমতলার চট্টোপাধ্যায় পরিবারের অন্নপূর্ণাপুজো । চলুন দেখা যাক সেই বাড়ির পুজোর রীতিনীতির কথা । কদমতলার চট্টোপাধ্যায় বাড়িঃ - হাওড়া ১৯৮০ সালে চট্টোপাধ্যায় পরিবারের পুত্রবধু শ্রীমতী সরশী চট্টোপাধ্যায় তিনি দেবী পূজার প্রবর্তন করেন , আজ এই পুজোর বয়স প্রায় ৪০বছর অতিক্রান্ত ।   দেবী তাঁকে স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই স্বপ্নাদেশে দেবীর নির্দেশেই পুজোর শুরু এই পরিবারে । একদিন সরশীদেবী স্বপ্নে দেখছেন তিনি মা অন্নপূর্ণার ভোগ রান্না করছেন , এবং মা তাঁকে নির্দেশ দিচ্ছেন তিনিও যেন তাঁর পরিবারে দেবীর পুজোর সূত্রপাত ঘটান । তখন তিনি তার বাড়িতে অন্নপূর্ণাপূজা শুরু করেন । কথায় কথায় সাহেব বাবু বললেন মায়ের আগমনের...