মা দুর্গার দুই সখী রামদুলাল'দে-র পুজোরঃ উত্তর কলকাতা

বনেদীবাড়ির কাঠামোপুজোঃ রথযাত্রার এই পুণ্যতিথিতে কলকাতা সহ বঙ্গের বহু বনেদিবাড়িতে হয় কাঠামোপুজো । বনেদিবাড়ির ঠাকুরদালান ভরে ওঠে উমা আসার গন্ধে । কলকাতায় বহু বাড়িতে আজ রথের দিন কাঠামোপুজো হয় , তারপর শুরু হয় মৃন্ময়ী প্রতিমা গড়ার কাজ । উত্তর কলকাতার এক পরিচিত বনেদিবাড়ির ইতিহাস নিয়েই আজ এই পর্ব প্রকাশ হল , লিখলেন শুভদীপ । চলুন দেখা যাক সেই বাড়ির পুজোর ইতিহাস । মা দুর্গার দুই সখী রামদুলাল ' দে - র পুজোরঃ উত্তর কলকাতা প্রতিবেদনেই একদম শুরুতেই যদি রামদুলাল দে - এর বাড়ির দুর্গাপুজো বলে উল্লেখ করি , তাহলে বহু পাঠকই চিনে উঠতে পারবেন না কারণ এই বাড়ির পুজো আরও বেশি পরিচিত ছাতুবাবু ও লাটুবাবু নামে । কি এবার চিনতে পারলেন তো ? হ্যাঁ , আমি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের টুকটুকে লাল রঙের বাড়ির পুজোর ইতিহাস আলোচনা করছি । গেটের সামনে যে মূল থাম রয়েছে সেখানে শ্বেতপাথরের ফলকে লেখা রামদুলাল দে এছাড়াও আরও দুইটি নাম লেখা ছাতুবাবু ও লাটুবাবু । বাংলা তথা ...